পুরুষের যৌন রোগ প্রতিরোধ এবং চিকিৎসায় কী কী ওষুধ রয়েছে?
আপনি যেটা ভাবছেন হস্তমৈথুনের ফলে যৌন সমস্যা হতে পারে এটা একটা ভুল ধারণা। কোনো মেডিক্যাল রিসার্চ আজ পর্যন্ত মাস্টারবেশন এবং যৌনক্ষমতা কমে যাওয়ার মধ্যে কোনো যোগসূত্র পায়নি। বরং উচ্চ কিংবা নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান ও মাদকাসক্তি এইসকল কারণে যৌন ক্ষমতা কমে যেতে পারে। এমনও হতে পারে ব্যাপারটা সম্পূর্ণ আপনার মানসিক কল্পনাপ্রসূত!
যে কোনো সমস্যার ক্ষেত্রেই আপনার উচিত একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা। তার কাছে আপনার সমস্যার কথা খুলে বলুন। প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার সমস্যা বুঝতে পারবেন। যৌন সমস্যা মানুষের হতেই পারে। এতে লজ্জার কিছু নেই। কিন্তু পরিচয় লুকিয়ে অনলাইনে দুই লাইনের একটি বাক্যে কেউ আপনার সমস্যা বুঝবে না। বরং কেউ পন্ডিতি করে এমন কোনো ওষুধের নাম বলে দিতে পারে যে সেবন করলে হীতে বিপরীত হতে পারে। আর হ্যাঁ অবশ্যই রাস্তার পাশের ক্যানভাসার এবং বিভিন্ন হারবাল ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন।
যৌন রোগীদের রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য কোনো প্রকার ওষুধ না খাওয়ায় ভালো । কারণ প্রতিটি ঔষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আবার কিছু কিছু ঔষুধ খাওযার সাথে সাথে দ্রুত কাজ শুরু করে। যেমন- দ্রুত উত্তেজিত হওয়া, সময় বেশি পাওয়া ইত্যাদি। মনে রাখবেন এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কোন প্রকারের যৌন সমস্যর জন্য ডাক্তার দেখাতে হবে?
যৌন রোগের লক্ষণ দেখা দিলেই ডাক্তার দেখাতে হবে এমনটা না। কিছু কিছু সমস্যা বাড়িতে বসে গাছগাছালির ঔষুধ দিয়েই ভালো হয়। আবার কিছু কিছু যৌন রোগ আছে যার জন্য ডাক্তার দেখানো প্রয়োজন। যেমন:
১। জন্মগতভাবে যৌন সমস্যা।
২। যৌনাঙ্গে ঘা।
৩। প্রসাবের সমস্যার কারণে সৃষ্ট রোগ।
৪। গনোরিয়া।
এসকল রোগের জন্য ডাক্তার দেখানো প্রয়োজন। অন্যথায় ঘরে বসে চিকিৎসা নেওয়া যায়।
যৌন রোগের সমস্যা ও চিকিৎসা?
১। বীয পাতলা: বীয পাতলা হলে প্রতিদিন সকালে খালিপেটে আজওয়া খেজুর এবং এক চামুচ করে খাঁটি মধু খান। তকমা, তালমাখনা রাতে ভিজিয়ে রাখুন এবং সকালে খাবেন। প্রতিদিন সকালে এবং রাতে ১/২ মার্বেল তালমিছরি খাবেন। প্রতিদিন এক/দুই কোয়া করে রসুন খান। বেশি রাত জাগা থেকে বিরুত থাকবেন।
২। আগা মোটা গোড়া চিকন ও লিঙ্গ ছোট: এটা কোন রোগ না। এটাও লিঙ্গের স্বাভাবিক গঠন। যৌন মিলনের সময় এর কোন প্রভাব ফেলে না। তবে এই সমস্যা থাকলে হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে। প্রতিকার: এটি প্রতিকারের প্রতিরোধ উত্তম। প্রতিদিন ২ বার খাঁটি সরিষার তেল লিঙ্গে মালিশ করুন। লিঙ্গের চারপাশে তেল লাগানোর পরে ডান হাতের দুই আঙ্গুল দিয়ে লিঙ্গের গোড়ায় আলতো করে চেপে ধরুন। বাম হাতে দুই আঙ্গুল গোল করে দিয়ে লিঙ্গের আগা হতে চেপে গোড়ার দিকে নিয়ে আসবেন। এইভাবে কয়েকদিন চালিয়ে যান দেখবেন আপনার লিঙ্গের গোড়া মোটা হয়েছে এবং লিঙ্গের আগের তুলনা ১/২ ইঞ্চি বড় হয়েছে।
৩। লিঙ্গ ছোট: লিঙ্গের স্বাভাবিক আকার উত্তেজিত অবস্থায় ৪/৪.৫ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি পযন্ত স্বাভাবিক তবে ৩ ইঞ্চি সাইজ দিয়েও স্ত্রীকে পূর্ণ অরগারিজম করা যায়। এর নিচে হলে একটি ওষুধ Join Now এবং বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন ফ্রিতে।
৪। দ্রুত আউট: দ্রুত আউট পুরোটাই নির্ভর করে নিজের মানসিকতার উপর। যদি হস্তমৈথুনের সমস্যা থাকে তাহলে আপনাকে ঘরোয়াভাবে কিছু ঔষুধ তৈরি করে খেতে হবে।
No comments