Header Ads

কাউকে বিয়ে করার আগে কি কি বিষয়ে জানা উচিত? যা জানা উচিত



 কাউকে বিয়ে করার আগে কি কি জানা উচিত?

       যা জানা উচিত

  • আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী হোটেলের ওয়েটারের সঙ্গে কেমন ব্যবহার করে।
  • রুম থেকে বের হওয়ার সময় লাইট বা ফ্যানের সুইচ বন্ধ করে কি না।
  • স্বাভাবিক কথা বার্তায় কতটা সরি বা ধন্যবাদ শব্দটি ব্যবহার করে।
  • মুঠোফোন কি তার জীবন নিয়ন্ত্রক না সে মুঠোফোনকে নিয়ন্ত্রণ করে?
  • কতটা এম্প্যাথেটিক?
  • বস্তুবাদী হ্যাপিনেস কতটা তার আছে? ভালো দোকানে কফি পান করতে চান না ভালো কফি যে কোনো জায়গা থেকে উপভোগ করতে পারেন।
  • সময় ব্যবস্থাপনায় কেমন পারদর্শী?
  • দাঁত দিয়ে নখ কাটেন না তো? টেলিভিশনের রিমোট যেখানে সেখানে রাখেন না তো?
  • লিফটের চেয়ে বেশি সিঁড়ি ব্যবহার না করলে বিপদ কিন্তু!
  • অবসর কি ঘুমে না সৃজনশীলতায় ব্যয় করেন?
  • কোনো বই শুরু করলে শেষ করেন কি?

জানার এই বিষয়গুলো ফেসবুকের ৪/৫ জন বিবাহিত বন্ধুর সঙ্গে আলোচনার সারাংশ হিসেবে লিখলাম।

No comments

Powered by Blogger.